অবিস্মরণীয়
- NM84 Members
- Apr 15, 2021
- 1 min read
(শ্রীমতি মনিকা বিশ্বাস স্মরণে)
এখানে এখনো স্নিগ্ধছায়া
অদূরে বনস্পতি তলে
শালিকের কলরব।
মৃত্যুকে অভয় দিয়ে
অমৃতা বসে আছে নিভৃতে
কথা কইতে কইতেই
হেসে ফেলেন তিনি
"মৃত্যুতো ক্ষনিকের ব্যাপার
একবারের জন্যই
মূহুর্তের আবির্ভাব তার
--- জীবন অনন্ত।“
বিধু চক্রবর্তী।
১৬/৫/২০০৭ খৃঃ


বিধু চক্রবর্তী । পুরো নাম বিধুভূষণ চক্রবর্তী। কর্মসুত্রে চিত্তরঞ্জনের বাসিন্দা। কিন্তু তাঁকে শুধু সাহিত্য অনুরাগী বললে কম ই বলা হয়। লিখেছেন অসংখ্য কবিতা। যা নিয়মিত প্রকাশিত হয়েছে এক্ষণ পত্রিকায়। তাঁর রচিত নাটক বহুল প্রশংসিত হয়েছে দূরদর্শনে। রেখে গেছেন অজস্র পান্ডুলিপি, যা প্রকাশের আলো দেখেনি। তার মধ্যে উল্লেখযোগ্য একটি কবিতা আমাদের 'হিলটপ' এর জন্য পাঠিয়েছে কবিকন্যা ভাস্বতী। কবিতাটা স্মরণীয় একটি বিশেষ কারনে। একজন নিকটাত্মীয়ার বিয়োগ ব্যাথায় কবির কলমে উঠে এসেছে শাশ্বত চিরন্তন কিছু অনুভূতি। নিকটাত্মীয়া মনিকা বিশ্বাস, সম্পর্কে ওনার মেয়ের অর্থাৎ আমাদের বন্ধু ভাস্বতী র শাশুড়ি মা।
Commenti