top of page

ছড়া ছড়ি

বিচিত্রা সাহা



ফেলু মিত্তির নামটি যে তাঁর

মগজাস্ত্র টি খাসা।

জটিল যত আছে রহস্য

তাঁর কাছে সব সোজা।

স্যাটেলাইট টি আছে যে তাঁর

তপেশ রঞ্জন ওরফে তোপসে,

রজনী সেনে নিবাস টি যার

টিনটিনের খুব ভক্ত সে।

সঙ্গে আছেন লালমোহন জটায়ু ছদমোনাম,

গড়পারের বাসিন্দা ইস্কুল এথিনিয়াম।

তিনজনের কামাল কত লেখেন রায় সত্যজিৎ,

থ্রি মাস্কেটিয়ার্স যেথায় যায় সেথায় যে হয় তাদের জিত।

কেল্লাফতে করেন ফেলু

সোনার কেল্লা গিয়ে,

বেনারসের অলি গলি গঙ্গার ঘাট দিয়ে,

কাট মান্ডুতে যত কান্ড

কিম্বা পুরীর হত্যা কান্ড

মছলিবাবার জারিজুরি

মগনলালের কারিকুরি

মন্দার বোস, নকল হাজরা

সোমানি গোরে যমজ বাটরা,

দুর্ধর্ষ দুশমন যে সব

ফেলুর কাছে সবাই বশ।

সেরার সেরা সত্যজিতের

অমর সৃষ্টি এঁরা।

এই একুশে একশো পার

সত্যজিতের ক্যারিশমার

আমরা সবাই মুগ্ধ পাঠক

কিম্বা শ্রোতা আর দর্শক

জানাই তাঁকে আজ প্রণাম

মহারাজা তোমারে সেলাম।।




 
 
 

Comments


bottom of page