top of page

রোদনভরা এ বসন্ত

মানসী সরকার নন্দী


ফাগুনের ঝরা পাতায়

অশোক, পলাশ, কৃষ্ণচূড়ায়,

বসন্ত এলো যে ধরায়।

এসো হে, এসো হে, এসো হে, আমার বসন্ত এসো।


কিন্তু এ কেমন বসন্ত?

দিকে দিকে তার ভীষন রূপ!

লালের উগ্রতায়, সবুজের রিক্ততায়,

আগ্রাসী কমলায়,

মুঠো ভর্তি রঙ ছুঁড়ে দিচ্ছে -

অশ্লীল অবাধ্যতায়

ভয়ে তার দু- চোখ বন্ধ হয়ে যায় ;

উল্লাসের আবিরে, উৎসবের রঙে

কিশোরীর আর্তনাদ চাপা পড়ে, হায়!


এসো আজ সবার রঙে রঙ মিলাই,

শুকিয়ে যাওয়া রক্তের দাগে

খানিকটা আবির ছড়াই।

হে পলাশ, হে শিমুল - হে বসন্তের দূতেরা

আকাশে, বাতাসে ছড়িয়ে দাও আবিরের সুগন্ধ ;

বাতাস আজ ভরে গেছে পচা লাশ-বারুদের গন্ধে।


ছোট্ট একটি মেয়ে- তার দিঘল দুটি চোখে

মুঠো ভরে পলাশ কুড়ায় প্রত্যাশা ভরা বুকে।

প্রতিটি কুঁড়ি অধরা মাধুরিতে ফুটে উঠুক -

পলাশের রক্তরাগে হাজার বসন্ত বেঁচে থাকুক।।



 
 
 

Comentários


bottom of page