শৃঙ্গ ঋষির আশ্রমে
- NM84 Members
- Apr 15, 2021
- 1 min read
অভিজিৎ দাস
এক যে ছিল রাজা। তার তিন রানী, ফুটফুটে এক রাজকন্যা, অনেক সৈন্য সামন্ত, কত মন্ত্রী! প্রজা দের দিকে রাজা র খুব নজর। প্রজারা খুব সুখে আছে। কিন্তু রাজার মনে সুখ নেই। একজন ও রাজপুত্র নেই। তিন রানী র বাবা ই খুব নামকরা। বড় রানী র বাবা কোশল রাজ্যের রাজা মেজ রানী কেকয় রাজ্যের রাজকন্যা, আর ছোট রানী এসেছেন কাশী থেকে, সেই কাশী, জ্ঞান, শিক্ষা, ঐতিহ্য তে চিরদিন পৃথিবী র প্রথম সারিতে। চারদিক থেকে এলেন কত বৈদ্য, তারা ব্যবস্থা দিলেন কত ওষুধ, কত নিদান এর। কিন্তু কোনো ফল হলো না। তখন রাজ্যের কুলগুরু, প্রধান পুরোহিত মন্ত্রনা দিলেন যে রাজা পুত্রেষ্টি যজ্ঞ করুন। কিন্তু সেই যজ্ঞ করতে পারবেন একমাত্র বিভান্ডক মুনি র পুত্র ঋষ্যশৃঙ্গ মুনি। তাকে নিয়ে আসার জন্য রাজা তার রাজ্যের সুন্দরী মহিলাদের পাঠালেন। বর্তমান কুলু থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বানজার উপত্যকায় পাহাড়ের কোলে নদীর কুলে সেই শৃঙ্গ ঋষি র আশ্রম। মূল মন্দির টি চেনি দুর্গের মধ্যে। কথিত যে বিভান্ডক মুনি তার ছেলে কে মেয়েদের থেকে দূরে রাখতে চাইতেন, চাইতেন না তার পুত্র কোনো নারীর মুখদর্শন করুন। তাই জন্মাবধি তাকে এই দুর্গে আটকে রাখতে চেয়েছিলেন, এবং আটকে রেখেওছিলেন, যতদিন না রোমপাদ রাজা লুকিয়ে শৃঙ্গ ঋষির কাছে মেয়েদের পাঠান। এই পৌরাণিক ইতিহাস কে ছোবার ঐকান্তিক ইচ্ছে এই বার নিয়ে গেল সেই বানজার এ।



























Comments