সব পেয়েছির ম্যাগাজিন
- NM84 Members
- Apr 15, 2021
- 1 min read
স্বাগতা বড়ুয়া
নববর্ষের প্রভাতে মনে বাজলো খুশির বীণ,
হৈ হৈ করে এসেছে মোদের নতুন ম্যাগাজিন।
গল্প কবিতা কিংবা ভ্রমণ রম্যরচনা ছবি রন্ধন...
কি নেই তাতে, নিয়ে দেখো হাতে
সময় ফুরোবে নিমেষের মাঝে..
প্রচ্ছদ সাজে অপরূপ সাজে
প্রমান দেয় সে, থাকবে মোদের অটুট এ বন্ধন।
ঠিকানা সবার একই তো ছিল
কিশোর কিশোরী বেলায়
জীবিকার টানে ছড়িয়ে পড়লো
কে জানতো কে কোথায়...
আবার পেয়েছি সবাই কে খুঁজে
শুধুই মনের টানে
বন্ধুত্বের এমনই দাবী
খুশীর বন্যা প্রানে।
বিদায়ী বর্ষের যে স্মৃতি মধুর
সেটুকুই বুকে থাক,
জীর্ণ দীর্ণ রোগ ব্যাধিভার
সব যাক ভেসে যাক।

Comments