top of page

সম্পাদকীয়

বন্ধুদের সবাই কে শারদ অভিনন্দন। গত বছরের শারদীয়ার পর আবার এই বছর। সেই ষষ্ঠীর সকাল ছটাতেই। আগামী বছরেও এই একই লক্ষ্য থাকবে।

আমাদের ই দোষ, আমরা আরও আগে থেকে পত্রিকার প্রস্তুতি নিই নি। তবে এই স্বল্প সময়ে যারা লেখা গান পাঠিয়েছে তাদের সকলকে অনেক ধন্যবাদ। তাড়াহুড়োয় কিছু ভুল ত্রুটি থেকে যেতে পারে। এই ব্যাপারে অগ্রিম ক্ষমাপ্রার্থী।

তবে একটা কথা বলি। সাধ্যমত চেষ্টা করবো এই হিলটপ চালিয়ে যেতে। নববর্ষ, এবং শারদীয়া, এই দুটো সময়ে পত্রিকা প্রকাশ করতে। বন্ধু দের অনুরোধ, লেখা তৈরী রাখবে। হয়তো আরও কম সময়ের চেষ্টায় আমরা পরের সংখ্যা বার করবো।

সামনেই কয়েকদিন পরে আমাদের রিইউনিয়ন। সবার সঙ্গে দেখা হবে, এই আশায় অপেক্ষায় থাকলাম।

অপরিমিত শুভেচ্ছা সহ-


Comments


bottom of page