top of page

সম্পাদকীয়

নতুন বছর নতুন আনবে কিছু?

প্রশ্ন টা জানি বহু ব্যবহারে জীর্ণ,

জীবন নদীটা মরূপথে দিকভ্রান্ত,

উচ্ছল ধারা ক্রমেই হয়েছে শীর্ণ।

তাওতো কান্না দুর্বলে সাথে রাখে

আমরা রেখেছি সব পেয়েছির হাসি

স্বপ্ন সাজাই আমাদের ম্যাগাজিনে

আমরা তো আজও বাঁচতে যে ভালোবাসি।

আসছে মাসের দুই তারিখের কথা

সকলের মনে ভোটের জন্য নয়

আমরা প্রণত সেই মানুষের কাছে

বিশ্ব মাঝারে বাংলার পরিচয়।

তিনি তো মানিক কাব্য বায়োস্কোপে

কোনটা যে ছাড়ি কোনটার কথা বলি,

সিনেমা এলেই সব শো হাউস ফুল

কোলকাতা হোক কিংবা শহরতলি।

তিনি তো আছেন থেকেও যাবেন তিনি

দোসরা মে তো কেবল একটা দিন।

একশো দুশো আলাদা কিছু তো নয়

আমাদের মনে তিনি তো মৃত্যুহীন।

গনতন্ত্রের উৎসব সমাগত

আর সব কিছু হয়তো তাতেই ফিকে,

শুভেচ্ছা টা তাও তো জানানো গেল

নববর্ষ টা এখনো রয়েছে টিকে।



 
 
 

Comments


bottom of page