ছেলেবেলা
- NM84 Members
- Apr 15, 2021
- 1 min read
রাজীব চট্টরাজ
বড় হয়ে হচ্ছে মনে ছোটবেলাটা ছিল বেশ,
নষ্টালজিয়ায় ভেসে থেকে চাখতে থাকি তার রেশ।
সহজ সরল অনাড়ম্বর দিনগুলো টানে মনটাকে,
চোখটি বুঁজে ফেরৎ গিয়ে জুড়োতে দি প্রাণটাকে।
স্কুলের ছুটি হবার পরে মাঠে খেলা মাষ্ট ছিলো,
বর্ষাকালে ফুটবল আর শীতে ক্রিকেটের আডজাষ্ট ছিলো।
পড়ার সময় উসখুসানি, বাঁটুল দি গ্রেট ডাক দিতো,
বই এর নীচে শুকতারা পেটের মধ্যে পাক দিতো।
ছিলোনা টিভি, ছিলোনা ল্যাপি, মুঠোফোনের হাতছানি,
কি জিনিষ জানতো না কেউ হাতখরচ আর পকেটমানি।
জমজমিয়ে খাওয়া হতো যেদিন হতো হাঁসের ডিম,
রবিবারের দুপুরে ছিল মাংস ভাত আর ছেঁচকি সিম।
বেলবটম ছিল ফ্যাশন স্ট্যাটাস, রাস্তা ঝাড়ুর ঘের হলে,
বন্ধু মহলে খবর হতো, সালোয়ার পরে কেউ বের হলে।
রাজনীতিতে নীতি ছিলো, ছিলো না এতো তরজা,
বন্ধুত্ব রাখতে লাগতো না তো ফেসবুকের দরজা।
সময় সেতো যাবেই বয়ে, ফিরবে না আর ছেলেবেলা,
যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে এইবেলা।
ট্যেকনোলজির আশীর্বাদে পৃথিবী এখন একটা বাড়ি,
যখন তখন ইচ্ছে হলেই এদিক থেকে ওদিক পাড়ি।
ছেলেবেলার সুখস্মৃতি তাই মনের ভেতর জমানো থাক,
পরিবর্তনকে মেনে নিয়ে, জীবনতরী এগিয়ে যাক।

Comments