মোনালিসা নন্দী - জ্যোৎস্নাধোয়া ঢেউ
- NM84 Members
- Oct 11, 2021
- 1 min read
অ্যালফ্রেড ওকে কথা দিয়েছে - এগারো লক্ষ সাতশো বত্রিশটা ঢেউ যেদিন জমা করতে পারবে... আবার ওদের দেখা হবে... শর্ত আছে... শুধু জ্যোৎস্নাধোয়া ঢেউ...
রোজি ডিসুজার সাথে আজ পূর্ণিমার রাতে বগমালো বীচে ঢেউ গোনার সাথী হলাম। আমি গুনছি, আর রোজি ওর সেই উনিশ বছরের পুরনো আধভেজা খাতায় লালকালি দিয়ে লিখছে। এখনো তেরোহাজার এগারোশো বত্রিশটা ঢেউ বাকি।
দুটো Cabo আর King Fish ভাজা নিয়ে এলাম সামনের joets থেকে..... joets এ এখন ব্যস্ত উষ্ণতা... বব্ ডিলানের সুর... সুরা... আর শরীরের গন্ধ....
রোজি ঢেউ গুনছে আর লালকালি দিয়ে লিখে চলেছে... cabo তে একটু চুমুক দিয়ে আমি আবার গুণতে শুরু করলাম। রোজি একটুকরো king fish মুখে তুলে আমার দিকে কেমন যেন শূন্য দৃষ্টিতে..... অনেক বছর আগে ফিরে গেল...
আজ থেকে উনিশ বছর আগে joets এর পাশে একটা ছোট্ট shacks ছিল.... Affra....

অ্যালফ্রেডের একলা মা..... আর সতেরো বছরের তরুণ অ্যালফ্রেড..... রোজি স্কুল ছুটির পর একঝাঁক বন্ধুর সাথে এসেছিল। প্রথম Cabo.... যত্ন করে বানিয়ে দিয়েছিল অ্যালফ্রেড - pineapple juice আর cabo.......
পর্তুগীজ অ্যালফ্রেডের উদাস চোখে হারিয়ে গিয়েছিল রোজি....সুযোগ পেলেই চলে আসতো...... ওর উদার আস্কারায় সতেরোর অ্যালফ্রেড কেমন যেন অধিকার করে নিয়েছিলো রোজি কে।
কাজু ফেনি আর ফেনিল আরব সাগরের উজাড় করা দেওয়া নেওয়া পেরিয়ে এক ঝড়ের রাতে অ্যালফ্রেড তার নতুন বাবার হাত ধরে পাড়ি দিল অন্য এক সমুদ্রতটে.....
প্রতি সূর্যাস্তের পর রোজি সেই পিতলের চাবি দিয়ে একবার তালা খুলে shack এর ভিতর এসে একটা মোমবাতি জ্বালায়.... নরম আলোয় পরম যত্নে একটা লাল মলমলের টুকরো দিয়ে ধুলো মুছে পরিপাটি করে রাখে সেই প্রথম উষ্ণতার ওম্, রোজকার ভালবাসা...
—আবার হিসেব লেখা... লালকালি... নোনা জল... ভিজে বালি... আর এলোমেলো জ্যোৎস্নাধোয়া ঢেউ......
댓글